স্যামসাং লঞ্চ করলো বহু প্রতীক্ষিত মডেল স্যামসাং গ্যালাক্সি নোট ৯


শুক্রবার,১০/০৮/২০১৮
2887

রাজু আলম---

স্যামসাং লঞ্চ করলো বহু প্রতীক্ষিত মডেল স্যামসাং নোট ৯। ফোনটিতে আছে ৬.৪” বা ১৬.২৬ CM ডিসপ্লে , যার রেসুলেশন ১৪৪০ X ২৯৬০ পিক্সেলস, প্রসেসর অক্ট কোর এবং সাথে ব্যবহার করা হয়েছে ৬ জিবি RAM , ব্যাটারী ব্যবহার করা হয়েছে ৪০০০ mAz যার অর্থ হল আপনি আপনার পুরো দিন কেবলমাত্র একটি চার্জের মাধ্যমে পেতে পারেন।স্যামসাং গ্যালাক্সি নোট ৯ ১২৮ জিবি  ও ৫১২ জিবি ইন্টারনাল মেমরি বা স্টোরেজ নিয়ে এসেছে যা আরো ৫১২ জিবি পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ হিসাবে বাড়ানো যাতে পারে। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি নোট ৯ মানে আপনার হাতে সম্পূর্ণ ১ টিবি স্টোরেজ যুক্ত একটি ফোন। ফোনটিতে ব্যবহৃত হয়েছে রিমোট কন্ট্রোল সঙ্গে এস পেন) এখন ব্লুটুথের সাথে, সব নতুন শক্তিশালী এস (S) পেন আপনাকে চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রদান করে। ফোনটিতে ব্যবহৃত হয়েছে দূরবর্তী অবস্থান উপস্থাপনা স্লাইড নিয়ন্ত্রণ, ছবি ক্যাপচার এবং আরও অনেক কিছু সুবিধা, রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেসেল ও ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেসেল। ইন্টেলিজেন্ট ক্যামেরা। ফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে ওয়াটার কুলিং সিস্টেম টেকনোলজি যার ফলে ফোনটি কখনো গরম হবে না। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনটিতে ব্যবহৃত হয়েছে এন্ড্রোইড ৮.১ ওরেও (Oreo)। ভারতে ফোনটির আনুমানিক মূল্য ৮৫০০০ হাজারের কাছাকাছি।

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট