ভারতীয় হকি দল এখন দারুন ফর্মে রয়েছে। এই মরসুমের ম্যাচ গুলিতে তাদের পারফরমেন্স অন্যদের থেকে তাদের অনেক এগিয়ে রেখেছে। ভারতীয় হকি দলের কোচ নিয়ে কিছুদিন যাবত যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে নানা মহলে।দেশি কোচ পছন্দ ভারতীয় হকি দলের খেলোয়াড় দের। বিদেশী কোচ হওয়ার সব থেকে বড় সমস্যা হল ভাষা। অন্যদিকে দেশিয় কোচ হওয়ার সুবিধা হল কোচের পরামর্শ ও নির্দেশ গুলি তারা সহজে বুঝতে পারে। এছাড়া কিছু খেলোয়াড় এর বক্তব্য তারা যে কোন সময়ে কোচের সাথে খোলাখুলি আলোচনা করতে পারেন। এছাড়া দেশীয় কোচের বক্তব্য তারা সহজেই অনুধাবন করতে পারেন!!
দেশীয় কোচের উপর ভরসা রাখছেন ভারতীয় হকি খেলোয়াড়রা
রবিবার,১২/০৮/২০১৮
806

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: