প্রয়াত লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। বাড়ি থেকে এস এস কে এম এর পথে নিয়ে যাওয়া হয় দেহকে। বিধানসভা সোমনাথ চট্টোপাধ্যায় কে শেষ শ্রদ্ধা জানান বিধায়করা।মুখ্যমন্ত্রী তাকে শেষ শ্রদ্ধা জানান। এছাড়া অন্যান্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ তাকে শ্রদ্ধাজানান। ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন সোমনাথ চট্টোপাধ্যায়। ১৯৬৮ সালে রাজনৈতিক জীবনে অনুপ্রবেশ করেন,।বিধানসভায় উপস্থিত ছিলেন ইন্দ্রনীল, অধীর চোধুরী ও অন্যান্য বিশিষ্টজনেরা। দীর্ঘদিন রোগ ভোগের পর প্রয়াত হলেন সোমনাথ চট্টোপাধ্যায়।। ১০ বার লোকসভার সাংসদ ছিলেন!! তার দেহ এস এস কে এমে দান করা হবে বলে সুত্রের খবর!! হাইকোটে এদিন শেষ শ্রদ্ধায় জানানা আইনজীবী ও বিচারপতিরা। লোকসভার প্রথম বাংলা স্পিকার।
লোকসভার প্রথম বাংলা স্পিকার ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়
সোমবার,১৩/০৮/২০১৮
689

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: