বাগনানে এক নামি হোটেল হানা দিয়ে ৬ জোড়া পুরুষ মহিলাকে আটক করলেন মহকুমা শাসক


বৃহস্পতিবার,২৩/০৮/২০১৮
919

আক্তারুল খাঁন---

হাওড়া: গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া জেলার বাগনানে এক নামি হোটেলে অভিযান চালিয়ে। অশালীন কাজকর্মের অভিযোগে ১২ জন পুরুষ মহিলাকে আটক করেছে উলুবেড়িয়ার মহকুমা শাষক তুষার সিংলা। বাজেয়াপ্ত করা হয়েছে ওই হোটেলের দুটি রেজিষ্টার। একই সঙ্গে হোটেল চালানোর অনুমতি পত্র সহ কাগজ পত্র নিয়ে হোটেল মালিককে থানায় ডেকে পাঠানো হয়েছে। মহকুমা শাসক জানান বাগনান থানার ওটি রোড সংলগ্ন গৌরি হোটেল দেহ ব্যবসা চলছিল বলে অভিযোগ আসছিল।

বুধবার দিনের বেলাতেই ওই হোটেলে কিছু পুরুষ ও মহিলা প্রবেশ করেছে বলে গোপন সূত্রে খবর পায়। তখন তিনি বাগনান ১ ভিডিও সত‍্যজিৎ বিশ্বাস,বাগনান থানার আইসি অভিজিৎ সরকারকে সঙ্গে নিয়ে ওই হেটেলে অভিজান চালায়। হোটেলের কয়েকটি ঘর থেকে আপত্তি কর অবস্থায় ৬ জোড়া পুরুষ ও মহিলাকে আটক করেন। যাদের আটক করা হয়েছে তাদের বাড়ি হাওড়া জেলার শ্যামপুর,আমতা, জয়পুর ও ২৪ পরগোনা সহ মেদিনীপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট