পশ্চিম মেদিনীপুরে বন্ধের সমর্থনে রাস্তায় নামল SUCI


সোমবার,১০/০৯/২০১৮
468

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- SUCI(C)সহ পাঁচটি বামপন্থী দলের পক্ষ থেকে কেন্দ্রের BJP সরকারের পেট্রপন্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্য বৃদ্ধি , তীব্র বেকারি ,সাম্প্রদায়িক বিভেদ পুঁজিপতিদের বেপোরোয়া লুন্ঠন ,মুক্তমনা ও বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদে এবং কৃষিঋণ মুকুব ও ফসলের ন্যায্য দামের দাবিতে আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘটে মেদিনীপুর শহর ,খড়্গপুর ,বেলদা , খাকুড়দা ,জাহালদা ,

নারায়ানগড়, সবং ,পিংলা সহ সর্বত্র পিকেটিং -মিছিল- বিক্ষোভ- অবরোধ কর্মসূচি পালন হয় । মেদিনীপুর শহরে পুলিশ পিকেটারদের সরানোর চেষ্টা করে কলেজে ছাত্রদের জোর করে ঢুকায় ,বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক স্কুলে (শিশু বিভাগ) তৃণমূলের যুব নেতা দাঁড়িয়ে থেকে বন্ধ ভাঙার চেষ্টা করে , জেলাশাসক দপ্তরে শান্তিপূর্ণ অবরোধ চলাকালীন বিশাল পুলিশ বাহিনী আমাদের কর্মীদের টানাহিঁচড়া -ধাক্কাধাক্কি করে তাতে 2 জন কর্মী আহত হয় । SUCI(C) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক নারায়ণ অধিকারী বলেন -“বিজেপি সরকার কর্তৃক যে ভয়াবহ অর্থনৈতিক লুঠতরাজ চলছে ,চলছে সাম্প্রদায়িক হানাহানি ,বাড়ছে বেকারি,মুক্তমনাদের কন্ঠরোধ সহ ভয়ঙ্কর শ্বাসরোধ কারি পরিবেশের বিরুদ্ধে আজ ভারত বনধ এর মধ্যদিয়ে দেশ ব্যাপী যে প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছে তা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের রূপ নেবে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট