নেশার বিরুদ্ধে পথে নামলেন হাজার হাজার মানুষ


রবিবার,৩০/০৯/২০১৮
1064

বিকাশচন্দ্র ঘোষ---

কলকাতা: নেশায জর্জরিত শহর থেকে গ্রাম। তামাকজাত নেশা, ধুমপান ক্যান্সারের কারণ এমন প্রচার সমানে চললেও নেশা থেকে দূরে রাখা যাচ্ছে না আজকের যুব সমাজকে।নতুন প্রজন্ম নেশায় বুঁদ হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বোড়াল সহ আশপাশের গ্রামগুলিতে নেশায় আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষই। আর নেশার জেরে বহু সংসারে অশান্তি চরমে। বহু সংসার ভাঙারও উপক্রম। এই অবস্থায় গ্রামীন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হল সমাজ সেবা মূলক সংগঠন। তামাক বিরোধী বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনার বোড়ালে। পায়ে পা মেলালেন প্রায় তিন হাজার মানুষ। কচিকাঁচা থেকে বয়স্ক– সব বয়সী মানুষই এই সচেতনতা পদযাত্রায় অংশ নেন।

চিল্ড্রেন ইন্টারন্যাশনাল ও সহায় এর সহযোগিতায় এদিনের এই তামাক বিরোধী পদযাত্রার আয়োজন করেছিল ইকোনমিক রুরাল ডেভলপমেন্ট সোসাইটি। স্থানীয় বিভিন্ন ক্লাব সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন এদিনের কর্মসূচিতে। এদিনের কর্মসূচিতে যাঁরা অংশগ্রহন করেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ইআরডিএস-এর প্রতিষ্ঠাতা সম্পাদক মধুসূদন বসু, সহায়-এর পক্ষ থেকে সুসেন্দু সাঁতরা ও সুনীতা সেনগুপ্ত, সমাজবন্ধু বিপ্লব সরকার, রাজপুর-সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দে, ঝিলমিল স্কুলের প্রধান শিক্ষক দুলাল হালদার, বোড়াল হাই স্কুলের প্রধান শিক্ষক সুজিত ঘোষ প্রমুখ।

https://youtu.be/4KZVDT2CX5Q

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট