হাওড়ার সদানন্দ স্মৃতি সংঘের ৫৭তম দুর্গাপূজার এই বছরের থিম ছোট্ট স্বপ্ন


সোমবার,০১/১০/২০১৮
403

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: হাওড়ার সদানন্দ স্মৃতি সংঘের ৫৭তম দুর্গাপূজার এই বছরের থিম ছোট্ট স্বপ্ন। ভাবনায় অসীম পাজা। বর্তমানে ছোট ছোট শিশুদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না, তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বড়দের-অভিভাবকদের ইচ্ছা। ব‍্যাগের ভারে শিশুরা আজ ক্লান্ত। এদের জীবনটা আমরা করে দিচ্ছি বোকা বাক্সতে বন্দি। এতে শিশুরা স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছে,খেলতে ভুলে যাচ্ছে। তাদের চেনাতে হবে রং বাহারী ফুল,ফল,কিট-পতঙ্গ, প্রজাপতি ভরা সুন্দর পৃথিবীর রূপকে। তাদের কে তাদের মত করে থাকতে দিতে হবে, তাদের বিকাশ ঘটাতে হবে। শিশুদের জীবন যান্ত্রিক নয়।

এ বার্তাই দেওয়া হবে পূজা মন্ডপে এই কথা জানান সংঘের সাধারণ সম্পাদক সৌমেন ব‍্যানাজী ও তপন নন্দী, তমাল পাল(সংঘ সভাপতি), শুভাশীষ পাল(পূজা উপসমিতি সভাপতি), কার্যকরী সভাপতি বিভাস দেয়াশীসহ অনান্য কর্মকর্তারা। দর্শনার্থীদের মন কাড়বে আসা রাখছে সংঘের সব সদস্যরা।এই ধরনের চিন্তা ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে নানা ভাবে প্রচারের মাধ্যমে, এই কথা জানান প্রচার যোগাযোগ সম্পাদক সৌরভ দাস ও সায়ন্তন রীত। পুজোর উদ্বোধন করবেন- অরূপ রায় (ভারপ্রাপ্ত মন্ত্রী, সমবায় দপ্তর,প:ব: সরকার)বিশেষ অতিথি-  জটু লাহিড়ী (বিধায়ক) সৃষ্টিধর ঘোষ(কর্মাধ্যক্ষ, হাওড়া জেলা পরিষদ)

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট