রঘুনাথগঞ্জঃ- ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার রাজানগর গ্রামে। সোমবার গভীর রাত্রে কাঠ মিলে ভয়াবহ আগুন লাগে। আগুনে ভস্মীভূত প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার কাঠ, কাঠের সরঞ্জাম সহ কারখানার মেশিনপত্র। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার মালিকের অভিযোগ গভীর রাত্রে কেউ হিংসা করে ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আর তাতেই কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকল আসতে দেরি হয়ে যাওয়ার ফলেই পুড়ে ছাই হয়ে যায় কাঠমিলটি। কে বা কারা আগুন লাগিয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানা পুলিশ।
গভীর রাত্রে ভয়াবহ আগুনে ভষ্মীভূত হল একটি কাঠমিল।
বুধবার,০৩/১০/২০১৮
366

বাংলা এক্সপ্রেস ---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: