ঝাড়গ্রামে গোয়াল পুজোর ফুল তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু


বৃহস্পতিবার,০৮/১১/২০১৮
421

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: গোয়াল পুজোর ফুল তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম প্রফুল্ল সিং(৪৮)। বাড়ি ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের আমডিহা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার জঙ্গলমহলে জনজাতি-উপজাতি মানুষরা গোয়াল পুজোই মেতে উঠেন। ওই পুজোয় গুরুত্বপূর্ন একটি উপকরণ হল শালুক ফুল। শালুক ফুল দিয়ে গোয়ালে পুজো করেন বাসিন্দারা।

পুজোর জন্য সকাল সাড়ে দশটা নাগাদ ফুল তুলতে পাশের শাকবাঁধী জলাশয়ে গিয়েছিল প্রফুল্ল। জলের গভীরতা বেশি থাকায় ও জলের মধ্যে নানা জলজ গাছ থাকায় পায়ে জড়িয়ে যায়। যার জেরে জল থেকে আর উঠতে পারেনি। বিষয়টি দেখে প্রত্যক্ষদর্শীরা গ্রামে খবর দেয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে উৎসবের মাঝে। মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহাশিষ মাহাত বলেন, পুলিশ ও প্রশাসনকে জানানোর পর ঝাড়গ্রাম থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে প্রফুল্লকে জলাশয় থেকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। দিনমজুর পরিবারটি অসহায় হয়ে গেল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট