১৮৯৭ সালের ২৩শে জানুয়ারি কটক শহরে আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। জানকীনাথ বসু ছিলেন সে সময়ের নেতাজী ছোট্ট থেকেই মেজদার খুব কাছের এবং প্রিয় ছিলেন। .১৮৯৭ সালের ২৩ শে জানুয়ারী উড়িষ্যার কটক শহরে জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর সন্তান সুভাষ জন্মগ্রহণ করেন।আজ সেই বীর দেশপ্রেমিকের জন্মদিন। ভারতীয়দের জীবনবোধ এবং দেশকে দেখার দৃষ্টিভঙ্গি , সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছিলেন।স্কুলে পড়াশোনা করবার সেসময়ই তিনি তাঁর শিক্ষকের হাত ধরে পরিচিত হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সাথে । তাঁর প্রতি আকৃষ্ট হন । পরবর্তীকালে তাঁর হাতেই নেতাজীর রাজনীতির হাতেখড়ি।তিনি আমাদের মাঝে আছেন। আজও যখন মানুষ আপোষহীন ভাবে জীবনের লড়াই চালিয়ে যায়, নেতাজীর কথা আমাদের উদবুদ্ধ করে। রবি ঠাকুর তাঁর তাসের দেশ নাটকে নেতাজীকে “দেশনায়ক” উপাধি দেন।
আজ ২৩শে জানুয়ারী, বীর দেশপ্রেমিকের জন্মদিন।
বুধবার,২৩/০১/২০১৯
2126

বাংলা এক্সপ্রেস---