সপ্তমীর সন্ধ্যাতে জনস্রোতে ভাসল তিলোত্তমা কলকাতা


রবিবার,০৬/১০/২০১৯
1390

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ বৃষ্টি উপেক্ষা করে এদিন সন্ধ্যায় প্রতিমা দর্শনে বেড়িয়ে পরেন হাজার হাজার সাধারন মানুষ। সারা বছর ধরে এই কয়েকটা দিনের অপেক্ষায় থাকে আপামর বাঙালী। সপ্তমীর সন্ধ্যায় জনজোয়ার দেখা গেল শহর কলকাতা জুড়ে। কোথাও থিম আবার কোথাও সাবেকিয়ানা আবার কোথাও অভিনব আলোকসজ্জা, সাথে অসাধারন প্যান্ডেল নজর কেড়েছে আট থেকে আশি সকলে। সকালেই কলকাতার কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল, । সেই বিক্ষিপ্ত বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষ রাস্তায় বেরিয়েছিল৷ এদিন দুপুর থেকে জনস্রোত শুরু হয়ে যায় উত্তর ও মধ্য কলকাতার মণ্ডপে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জনজোয়ার বেড়ে চলেছিল । মণ্ডপে ঢোকার জন্য লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে টালা থেকে শিয়ালদহের পুজোমণ্ডপে। উৎসবের মেজাজে তিলোত্তমা কলকাতা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট