নিজস্ব প্রতিবেদনঃ বিগত কয়েক বছর ধরে টেস্ট ম্যাচ ঘিরে এমন কৌতূহল দেখেনি ক্রিকেট বিশ্ব। ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ ঘিরে ধীরে ধীরে উন্মাদনার পারদ চড়ছে। সুত্রের খবর ভারতের প্রথম দিনরাতের টেস্ট উপলক্ষে ইডেনে এক ঝাঁক তারকা হাজির থাকতে পারেন । এছাড়া সোমবার অন-লাইনে ইডেন টেস্টের টিকিট বিক্রি শুরু হবে বলে সিএবি সূত্রে জানা গিয়েছে। এছাড়া টিকেটের দাম সাধ্যের মধ্যে রাখা হয়েছে দৈনিক টিকিটের মূল্য করা হয়েছে ৫০, ১০০ ও ১৫০ টাকা।
এছাড়া প্রথম দিনরাতের টেস্ট উপলক্ষে উপস্থিত থাকতে পারেন একঝাক তারকা। সুত্রের খবর প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচের ফাঁকে সংবর্ধনা জানানো হবে একঝাঁক ওলিম্পিয়ানকে।এছাড়া ইতিমধ্যে আমন্ত্রন জানানো হয়েছে বাংলাদেশের সঙ্গীতশিল্পী রুনা লায়লা। শ্রেয়া ঘোষালকেও। এই টেস্টকে স্মরনীয় করে রাখতে আয়োজনে কোন ত্রুটি রাখছে না ক্রিকেট মহল। এই টেস্ট ম্যাচ ঘিরে প্রত্যাশা তুঙ্গে ক্রিকেট প্রেমীদের মধ্যে। এই প্রথমবার ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে দিন-রাতের টেস্ট। স্বাভাবিক ভাবে উন্মাদনার পারদ চড়ছে দিন দিন। এছাড়া ম্যাচ শুরু হওয়ার আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে সিএবি।
Auto Amazon Links: No products found.