স্বপ্নের ফর্মে রয়েছেন ময়াঙ্ক আগরওয়াল


শনিবার,১৬/১১/২০১৯
566

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

শুক্রবার প্রথম টেস্টে ভারতীয় ক্রিকেটার ময়াঙ্ক আগরওয়াল এর দুরন্ত প্রত্যাবর্তন মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। ভারতীয় টেস্ট ক্রিকেটে তাঁর অনবদ্য সাফল্য এদিনও নজর কাড়ল । শুক্রবার দিনের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে দেখা যায় এই ব্যাটসম্যানকে। বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমনাত্মক ইনিংস খেলতে দেখা যায় তাকে। একের পর এক বাউন্ডারি মেরে বুঝিয়ে দিলেন তিনিও প্রস্তুত বড় রান করার জন্য। মায়াঙ্ক ৩৩০ বলে ২৮টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪৩ রানে মেহেদি হাসানের বলে আবু জায়েদের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন।

 

তবে তাঁর ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছিল ভারত।তাঁর শেষ পাঁচ ইনিংসের তিনটিই সেঞ্চুরি। তার মধ্যে আবার দুটো ডাবল সেঞ্চুরি! স্বাভাবিক ভাবে বলা যায় স্বপ্নের ফর্মে রয়েছেন এই তরুন ক্রিকেটার। শুক্রবার দিনের শুরুতে পূজারা ফিরে যেতে রাহানের সাথে জুটি বেঁধে ধীরে ধীরে তিনি দলকে এগিয়ে নিয়ে যান। বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে এদিন তাঁর ব্যাট আরও একবার ঝলসে উঠল। ওভার বাউন্ডারি মেরে এদিন তিনি দ্বিশতরান পূর্ন করেন।  তাঁর চওড়া  ব্যাটে ভর করে বড় রানে পৌঁছে যায় ভারতীয় দল।

 

শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ছয় উইকেটে ৪৯৩ তুলেছিল টিম ইন্ডিয়া। সেই রানেই ডিক্লেয়ার করে দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহালি।শনিবার দ্বিতীয় ইনিংসের শুরুতে পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে গেল বাংলাদেশ দল। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসারদের আধিপত্য বজায় রয়েছে।

 

ইতিমধ্যে অল্প রানের মধ্যে আউট হয়ে ফিরে গিয়েছেন বাংলাদেশ দলের দুই ওপেনার। এছাড়া ফিরে গিয়েছেন মোমিনুল হক তাঁর ব্যাক্তিগত সংগ্রহ ৭ রান, ভারতীয় পেসার মহম্মদ সামির বলে আউট হয়েছেন তিনি।মহম্মদ মিঠুন ১৮ রান করে আউট হয়েছেন ইতিমধ্যে। এই ইনিংসেও ভারতীয় পেসারদের দাপট অব্যাহত। দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসারদের মধ্যে এখনও পর্যন্ত মহম্মদ সামি ২টি, উমেশ যাদব ১টি, ইশান্ত শর্মা ১টি উইকেট সংগ্রহ করেছেন।  বিরতির পুর্বে এখনও পর্যন্ত বাংলাদেশের স্কোর ৬০/৪।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট