দল-মত নির্বিশেষে শ্রদ্ধা জ্ঞাপন প্রয়াত ক্ষিতি গোস্বামীকে


মঙ্গলবার,২৬/১১/২০১৯
813

তিনি ছিলেন বাম আন্দোলনের অন্যতম পথিকৃৎ। বামফ্রন্ট গঠনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরএসপি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আসীন ছিলেন। তার আগে রাজ্য সম্পাদক পদে দীর্ঘ বছর দায়িত্বে ছিলেন তিনি। ক্ষিতি গোস্বামী। বাংলার রাজনীতির এই প্রবাদপ্রতিম মানুষটি আর নেই। চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন চেন্নাইয়ে। গলার সমস্যা জনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি গলার চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। কলকাতায় ফেরার কথা ছিল তাঁর। কিন্তু হূদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের ওই বেসরকারি হাসপাতালে রবিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রবিবার রাতেই তাঁর মৃতদেহ কলকাতায় নিয়ে আসা হয়। তার মৃতদেহ পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে সেখান থেকে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় নিজস্ব বাসভবনে। সেখান থেকে লেনিন সরনীর রাজ্য দপ্তর। প্রয়াত ক্ষিতি গোস্বামীকে শ্রদ্ধা জানাতে এদিন দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা পৌঁছে গিয়েছিলেন আরএসপির রাজ্য দপ্তরে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বিভিন্ন প্রবীণ নেতারা স্মৃতিচারণা করেন। এদিন প্রয়াত ক্ষিতি গোস্বামীকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বন্ধুর মৃতদেহ প্রথম থেকেই আগলে ছিলেন প্রাক্তন কারা মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। ছিলেন মনোজ ভট্টাচার্যের মতন অভিন্নহৃদয় বন্ধুরা। ক্ষিতি গোস্বামীর এইভাবে হঠাৎ করে চলে যাওয়া বাংলার রাজনীতির অপূরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করেন তারা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট