কোহলিদের এবার ঘরের মাঠে মিশন ওয়েস্ট ইন্ডিজ।


বুধবার,০৪/১২/২০১৯
680

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ আর কিছুদিনের অপেক্ষা এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে কোহলি ব্রিগ্রেড। ইতিমধ্যে ভারত সফরের টিম ঘোষণা করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চলতি মাসেই মুখোমুখি হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে নেতৃত্ব দেবের কায়রন পোলার্ড। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। কিন্ত ভারত সফরে অংশগ্রহন করছেন না ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। এই কথা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন।

 

ভারতে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, ৬ ডিসেম্বর মহম্মদ আজহারউদ্দিনের শহর হায়দরাবাদে অনুষ্ঠিত হবে । সেখানে পৌঁছে ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছে পোলার্ডের দল। এছাড়া সেখানে হাজির হয়েছেন  বিরাট কোহালিরাও।  সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দল ওয়েস্ট ইন্ডিজ। এবার তাদের বিরুদ্ধে চলতি মাসে ঘরের মাঠে অভিযান শুরু করবে কোহলি ব্রিগ্রেড।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট