হাতির হানায় মৃত পরিবারের হাতে দ্রুত সরকারি ক্ষতিপূরণ তুলে দিলেন কর্মাধ্যক্ষ নেপাল সিংহ


শুক্রবার,২৪/০১/২০২০
835

পশ্চিম মেদিনীপুর:- শালবনীর বিভিন্ন অংশে বিগত দশ দিন ধরে তান্ডব চালাচ্ছে বন্য হাতির দল। গজরাজদের আক্রমনে ব্যাপক শস্যহানির পাশাপাশি প্রানহানিও একাধিক। পশ্চিম মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ আজ শালবনীর ৪ নং বাঁকিবাঁধের অঞ্চল প্রধান কৌশিক দোলই কে সঙ্গে নিয়ে কয়েকদিন আগে হাতির হানায় মৃত কালীপদ মাহাতোর স্ত্রী লুলকি মাহাতো ও পুত্র বনমালী মাহাতো র হাতে জননেত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন সহানুভূতিশীল সরকারের পক্ষ থেকে সহমর্মিতা জানিয়ে এই পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে তিন লক্ষ টাকার চেক বন দফতরের তরফ থেকে তুলে দিলেন। নেপাল বাবু ও উপস্থিত বন দফতরের আধিকারিকরা শ্রীদাম ঘোষ সহ উপস্থিত গ্রামবাসীদের আশ্বাস দেন, আগামীদিনে এই হাতির তান্ডব রুখতে একটি স্থায়ী রূপরেখা তৈরীর প্রচেষ্টা চলছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট