রবিবার সকালে ৯০ মিনিটের বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিল্লিতে পালিত হল ৭১তম প্রজাতন্ত্র দিবস


রবিবার,২৬/০১/২০২০
305

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

নবনির্মিত ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়া‌ল’-এ প্রধানমন্ত্রীকে দেখা যায় যুদ্ধে শহিদ হওয়া ভারতীয় সেনাদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করতে। এরপর হয় জাতীয় পতাকা উত্তোলন। তারপর জাতীয় সঙ্গীত ও ২১টি গান স্যালুট।প্রতিবছরের মতো এবছরও রাজধানী দিল্লির রাজপথে আয়োজিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজের। প্রতিবছর কোনও বিদেশি রাষ্ট্রনেতা প্রধান অতিথি হিসেবে আসেন। এবছরও তার অন্যথা হয়নি। ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের মাসিয়াস বোলসোনারো এবছর প্রধান অতিথি হিসেবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।দিল্লির রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করে ৭১তম প্রজাতন্ত্র দিবসের সূচনা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।২৬৯ মিডিয়াম রেজিমেন্টের কুচকাওয়াজে নিয়ে যাওয়া হয় কে–৯ বজ্র–টি। ৮৬ আর্মার্ড রেজিমেন্টের কুচকাওয়াজে প্রদর্শিত হয় টি–৯০ ভীষ্ম।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট