মাধ্যমিক কেন্দ্র তো বটেই তার আশপাশ অঞ্চলেও উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার বাজানো যাবে না।


বৃহস্পতিবার,২০/০২/২০২০
575

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই বছরের  মাধ্যমিক পরীক্ষা। প্রতিবারের মতো এবারেও পরীক্ষায় শুরুর আগে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের উপরও একাধিক বিধিনিষেধ থাকছে। সুত্রের খবর এই বছর মালদহের চাঁচল মহকুমার সামসি বৈদ্যনাথপুর হাইস্কুল কেন্দ্রে প্রশ্নপত্রের ভিডিও করে টিকটকে ছাড়তে গিয়ে হাতেনাতে ধরা পড়ে এক পরীক্ষার্থী। পুলিস তাকে গ্রেপ্তার করেছে।

 

এই জেলারই আর এক পরীক্ষার্থী রাজনগর হাইস্কুল কেন্দ্রে তল্লাশির সময় মোবাইল সহ ধরা পড়ে। এ বার পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন। যা গতবারের তুলনায় কম।কিন্তু এত কড়াকড়ির পরেও কীভাবে দিনের পর দিন পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে এতজন ঢুকে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি। উল্লেখ্যে স্বাভাবিকভাবেই পরীক্ষাচলাকালীন কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। কলকাতা-রাজ্যের প্রত্যেকটি জেলার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, মাধ্যমিক কেন্দ্র তো বটেই তার আশপাশ অঞ্চলেও উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার বাজানো যাবে না।

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট