গত মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন ইন্টিলিজেন্স ব্যুরোর সিকিউরিটি অ্যাসিসটেন্ট অঙ্কিত শর্মা। সিএএ-সমর্থক বিরোধীদের মধ্যে সংঘর্ষের সময় তিনি উত্তরপূর্ব দিল্লিতেই কর্তব্যরত ছিলেন।মঙ্গলবার জাফরাবাদে নালায় উদ্ধার হয় আইবি আধিকারিক অঙ্কিত শর্মার দেহ। তাঁকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।এই ঘটনায় নাম জড়িয়েছে আম আদমি পার্টির কাউন্সিলর মহম্মদ তাহির হুসেনের।এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আপ কাউন্সিলার তাহির হুসেন। সেই অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার তিনি বলেন, দোষীদের কড়া শাস্তি দিতে হবে।
উত্তর-পূর্ব দিল্লির হিংসায় আইবি আধিকারিক অঙ্কিত শর্মার হত্যায় নাম জড়াল আম আদমি পার্টির কাউন্সিলর মহম্মদ তাহির হুসেনের।
শুক্রবার,২৮/০২/২০২০
222

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: