শুক্রবার উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় দোকান খুলতে দেখা গিয়েছে| রাস্তাতেও বেরিয়েছেন সাধারণ মানুষ|


শনিবার,২৯/০২/২০২০
245

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

ভয়াবহ আতঙ্কের ছবি এখনও ভাসছে স্থানীয়দের চোখে, চোখেমুখে এখনও জ্বলজ্বল করছে আতঙ্কের ছবি। প্রিয়জনকে হারনোর বেদনায় শোকাহত শতশত পরিবার। শশ্মান গুলিতে থামছে না কান্নার রোল। একের পর এক দেহ আসছে সকাল থেকেই। রাজধানী যেন মৃতু পুরীতে পরিনত হয়েছে। সুত্রের খবর রাজনীতিকদের উস্কানিমূলক মন্তব্যের পরেই দিল্লির পরিস্থিতি তেতে ওঠে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে।

 

ব্যবস্থা নেওয়ার নির্দেশ এলেও এখনও পর্যন্ত তা নিয়ে কোনও পদক্ষেপ গ্রহন করেনি দিল্লি পুলিশ। কিন্ত এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে দিল্লী খুলছে দোকানপাট, কিন্ত রাজধানীর রাজপথে সেভাবে সাধারনের যাতায়াত নেই। তবে স্বাভাবিক হচ্ছে দিল্লী। অশান্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে দিল্লি সরকার ও প্রশাসন। উপদ্রুত এলাকায় ত্রাণ বিলি করা হচ্ছে। সরকারের পাশাপাশি হিংসা কবলিতদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবীরা ।এছাড়া জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন, ‘চাপা উত্তেজনা থাকলেও, পরিস্থিতি এখন শান্তিপূর্ণ|

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট