অমিত শাহের সফর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকেরা।আজ দুপুর আড়াইটেয় শহিদ মিনার ময়দানে পৌঁছবেন অমিত শাহ। বিকেল পৌনে ৪টে নাগাদ কালীঘাট মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সন্ধে ৬টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত রাজারহাটের হোটেলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কয়েক দফায় বৈঠক করবেন অমিত শাহ।শাহের সফর ঘিরে উত্সবের মেজাজ বিজেপি দফতরে। বিজেপি কর্মীদের জন্য খিচুড়ি রান্না চলছে পুরোদমে।
Auto Amazon Links: No products found.