রাত পোহালেই দোল। আগামীকাল থেকেই আকাশ পরিস্কার হয়ে যাবে এমনই ইঙ্গিত দিল হাওয়া অফিস। আগামিকাল রবিবার থেকে পরিস্থিতির উন্নতি। সোমবার, মঙ্গলবার দোল, হোলিতে আবহাওয়া পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও ভারী আবার কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। স্বাভাবিক ভাবে চিন্তার কালো মেঘ জন্মাচ্ছিল ব্যাবসায়ীদের কপালে। কিন্ত এর আগেই আশার খবর শোনাল আলিপুর হাওয়া অফিস।রবিবার থেকে সামান্য আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে দোলে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ হোলির আনন্দ আর মাটি হবে না। কাল সকাল হতেই সূর্যের দেখা মিলবে। সাথে রোদ ঝলমলে থাকবে আকাশ। রঙের জোয়ারে ভাসবে সাধারন মানুষ।
Auto Amazon Links: No products found.