বসন্ত উৎসব বাতিলে হতাশ ছাত্র ছাত্রী সহ পর্যটকরা,


রবিবার,০৮/০৩/২০২০
580

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বিশ্বভারতীতে বসন্ত উৎসবের বাতিলের খবর প্রকাশিত হওয়ার পর স্বাভাবিক ভাবে মন খারাপের মেঘ ভীড় করেছে রাঙ্গা মাটির দেশে। ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব হিসাবে পরিচিত এই বসন্ত উৎসব। এছাড়া দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন এই উৎসব দেখতে আসেন। এছাড়া বিশ্বের নানান প্রান্ত থেকে বহু পড়ুয়া আসেন এই বসন্ত উৎসব দেখতে। কিন্ত এই বছর করোনা ভাইরাস এর আতঙ্কের জের শেষ পর্যন্ত এই উৎসব বাতিলের  সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তিপক্ষ। এলাকার ব্যবসায়ী সংগঠনের সদস্যরা জানান যে এই বসন্ত উত্সব অনুষ্ঠান বাতিল করে দেওয়ার কারণে যেমন হোটেল ও পরিবহন ব্যবসার ক্ষতি হবে, তেমনই ক্ষতির মুখে পড়তে চলেছেন কাপড়, আবীর ব্যবসায়ীরা ও হস্তশিল্পী এবং ছোট ছোট হস্তশিল্প ব্যবসায়ীরা।  অনেকেই শুধুমাত্র এই উৎসবে শামিল হবেন বলেই একবেলার জন্য হলেও, ছুটে যান শান্তিনিকেতনে। কিন্তু এছর পরিস্থিতি ভিন্ন।শুক্রবার ম্যারাথন বৈঠক শেষে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। যার জেরে হতাশ বহু মানুষ। আতান্তরে পড়েছেন ব্যবসায়ীরাও।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট