ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবে না বলে খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যমগুলো। কেন্দ্রীয় সরকারের সূত্র ব্যবহার করে এ খবর জানালেও সরাসরি কোন কর্মকর্তার নাম উল্লেখ করেনি মিডিয়া। তবে বিবিসি বলেছে মোদির সফর সূচি পরিবর্তন হতে পারে। এর আগে ৮ মার্চ রবিবার প্রথম বাংলাদেশে তিন জন করোনা রোগী সনাক্ত করা হয়। এরপরেই এক জরুরি বৈঠকে বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কীর অনুষ্ঠানসূচি পরিবর্তন করা হয়। এরআগে করোনার প্রভাবে ইউরোপের একটি সফর বাতিল করেছিল মোদি। উল্লেখ্য, আগামি ১৭ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কথা ছিল। এদিকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান হচ্ছে এমন এক সময় যখন বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে ।
এ অনুষ্ঠানের ওপর ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কোন প্রভাব পড়বে কিনা – অনেকেই এ প্রশ্ন করছেন। বিশ্বের প্রায় ৮০টি দেশে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের। এ ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার। এমন প্রেক্ষাপটেই আসছে ১৭ই মার্চ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান হবার কথা রয়েছে। সেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন হবে ঢাকার তেজগাঁও এলাকার পুরাতন বিমানবন্দরে। সে অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা থাকবেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ব্রিটেন, ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়া থেকে অতিথিদের যোগ দেবার কথা রয়েছে। অনুষ্ঠানে বক্তব্য ছাড়াও আতশবাজি এবং কনসার্টও থাকবে। স্বভাবতই সেখানে হাজার–হাজার মানুষের সমাবেশ হবে বলে আশা করছে সরকার। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে বিভিন্ন দেশে লোক জমায়েত বন্ধ করে দিয়েছে সেসব দেশের সরকার।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More