মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আসন্ন বিধানসভার বাজেট অধিবেশনের জন্য তিনি নিজে মন্ত্রীসভার মুখপাত্র হয়ে ফাইলে সই করলেও রাজ্যপাল তা ফেরত পাঠিয়ে দিয়েছেন। আজ নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পরে তিনি বলেন, এরপরেও রাজ্যপাল ফাইল ফেরত পাঠিয়ে দেওয়ায় ভদ্রতা মেনেই বিষয়টি মন্ত্রীসভার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এরপরই তিনি রাজ্যপালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে বলেন, কোনো কিছু করতে গেলেই তিনি কিছু না জেনে রাজ্যের কাজে বাধাদান করছেন। এর ফলে অকারণে কাজে বিলম্ব ঘটছে বলে তিনি জানান। উল্লেখ্য, বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনের জন্য অনুমতি চেয়ে রাজ্যের তরফে আগে রাজ্যপালকে ফাইল পাঠানো হলেও সাংবিধানিক নিয়ম মেনে সেটা পাঠানো হয়নি বলে জানিয়ে রাজ্যপাল সেই ফাইল নবান্নে ফেরত পাঠিয়ে দেন।
রাজ্যপালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
সোমবার,২১/০২/২০২২
388

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: