আজ থেকে দিল্লি হ্যান্ডলুম হাটে আম উৎসব শুরু


শুক্রবার,১৭/০৬/২০২২
204

আজ থেকে দিল্লি হ্যান্ডলুম হাটে আম উৎসব শুরু হয়েছে। চলবে একমাস পর্যন্ত। দিল্লির আম উৎসবে এবারো পাঠানো হয়েছে মালদহের বিখ্যাত হিমসাগর ল্যাংড়া ও লক্ষণভোগ সহ আরো বেশ কিছু প্রজাতির আম।করোনা পরিস্থিতিতে মাঝে দুই বছর তেমন ভাবে দিল্লি আম উৎসবে মালদহের আম পাঠানো সম্ভব হয়নি। তবে চলতি মরশুমে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মালদহ জেলার মোট ছয় জন আম ব্যবসায়ী ও আমচাষী এবার দিল্লিতে নিজেদের আম নিয়ে গেছেন। আম ছাড়াও বিভিন্ন প্রকারের আমের আচার, আমসত্ত্ব নিয়ে যাওয়া হয়েছে আম উৎসবে। প্রদর্শনীর পাশাপাশি আম বিক্রি হবে সেখানে। মালদহ জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, এই বছর দিল্লি আম উৎসবে প্রথম পর্যায়ে ২৫ মেট্রিকটন আম পাঠানো হয়েছে। গত বছর ১২ মেট্রিক টন আম পাঠানো হয়েছিল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট