চন্দন ব্যানার্জি র অভিমান


শুক্রবার,১৬/০১/২০১৫
1090

দু’জনেই ছিলেন হরিহর আন্তা। কলকাতা ভেটারেন্স স্পোর্টস ক্লাবে প্রবেশ করলেই চোখে পড়ত সচিব মৃত্যুঞ্জয় ব্যানাজি। নিঃস্বাথভাবে ক্লাবের উন্নয়নে চন্দন ব্যানাজির আলাদা একটা ভূমিকা ছিল। কিন্তু বেশ কয়েকমাস ধরে চন্দন ব্যানাজি আর ওই ক্লাবের মুখেও যাচ্ছেন না। সচিব মৃত্যুঞ্জয় ব্যানাজি এ ব্যাপারে কোনও কথার উত্তর না দিলেও, চন্দন ব্যানাজির অভিমত অনেকদিন হয়েছে ক্লাবের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে ছিলাম আর নয়। তাই বিকেল বেলায় কাস্টমস তাঁবুতে বসেই সময়টা কাটিয়ে দিতে চাই। আসলে সচিব মৃত্যুঞ্জয়ের সঙ্গে চন্দন ব্যানাজির ঠান্ডা লড়াই চলছে। এ কানাঘুসো খবরটা কান পাতলেই শুনতে পাওয়া যাচ্ছে। সংকলনেঃ পূর্ণেন্দু চক্রবতী/ সৌজন্যঃ দৈনিক স্টেটসম্যান

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট