ফুটবলার থেকে গলফের রূপকার


মঙ্গলবার,২০/০১/২০১৫
704

পূর্ণেন্দু চক্রবতীঃ অনেক সময়ে ইচ্ছা বা স্বপ্ন থাকলেও, তা বাস্তবে রূপ পায় না । সেই ইচ্ছাতেই ছোটবেলাতে হয়তো সেই দিকে মন ছুটে যেত । তাই তো বাড়ির পেছনে খালি জমিতে ছুটে যেতেন বল নিয়ে । কোনও দিকে ভ্রক্ষেপ করতেন না । নিবিড় মনে বল নিয়ে একা একাই কত সময়ে অনুশীলনে অতি বাহিত করতেন, তার হিসেব ছিল না । বাড়ির পরিবেশ আর মা – বাবার কথায় ছেলেটির মনে অনুকথা প্রতিধ্বনি হল । যদিও বাড়ির অনুমতি ছাড়া ফুটবলার হওয়ার চেষ্টায় কতদূর এগিয়ে যাওয়া যাবে, তা নিয়ে সংশয় দেখা দিল । তবুও, ছেলেটার অদ্যক্ষ ইচ্ছা একদিন সে ম্যান ইউ –এর হয়ে দাপটের সঙ্গে ফুটবল খেলবে। পড়াশোনার ফাঁকে বিশ্বের পয়লা নম্বর ফুটবলারদের ছবি নিয়ে নতুন ভোরের আলো দেখতেন। তাঁদের জীবন কথা পড়তেন লুকিয়ে লুকিয়ে । সেই প্রেরণা থেকে স্বপ্নের দৌড়ে শুধুই ফুটবল । আরও উৎসাহিত হয়ে ছেলেটি বাড়ির কাছেই একদিন ফুটবল আকাদেমিতে সরাসরি চলে গিয়ে ভর্তি হয়ে যান । আনন্দে আহ্লাদে আটখানা । বাড়ির কেউ-ই প্রথমে জানতেন না, ছেলে ফুটবলার হতে আকাদেমিতে ভর্তি হয়েছে । বাবার জানার পরে বকাবকি শুরু হল । মুখ নিচু করে ছেলেটি বাবার সবকথা শুনলেন । তবুও ফুটবল অন্ত প্রাণ ছেলেটি আকাদেমিতে যাওয়া বন্ধ করলেন না। মায়ের সাহচযে মনে সাহস পেলেন ছেলেটি। কুচ পরোয়া নেই। অনুশীলনে আর কোনও ঘাটতি নেই। ছেলেটির পায়ের সূক্ষ সূক্ষ কাজ দেখে অভিভূত কোচ। খুব তাড়াতাড়ি নজরে পড়ে গেলেন। তাই কোচ আলাদা সময় দিয়ে ছেলেটিকে বিশেষ অনুশীলনে ব্যস্ত রাখতে চেষ্টা করলেন। ছেলেটির চোখে – মুখে একটাই ভাবনা, তিনি ম্যান ইউ –এর একজন ফুটবলার হিসেবে গোল করছেন। তীব্র গতিতে প্রতিপক্ষ শিবিরের রক্ষন ভাগ ভেঙেচুরে একাকার করে দিচ্ছেন। গোল করার পরে সতীর্থ ফুটবলাররা আনন্দে মেতে উঠছেন। সারা গ্যালারি উত্তাল হয়ে ওঠে ‘ গোল’ চিৎকারে। এই প্রাপ্তি একজন ফুটবলারের কাছে কী। এই ভাবনা ছেলেটিকে আরও উজ্জীবিত করে তুলেছিল। কিন্তু হঠাৎ একদিন পরিবর্তন দেখালেন, এক বন্ধুর সঙ্গে সে গলফ কোর্সে হাজির , গলফ খেলা দেখে ছেলেটির মন ঘুরে গেল , কথা বললেন গলফের কমকতাদের সঙ্গে । তাঁর ফুটবলার হওয়ার স্বপ্নকে দূরে সরিয়ে গলফের স্টিক নিয়ে এবার নতুন অভিযান শুরু করলেন। কয়েক মাসের মধ্যে একজন দক্ষ গলফার হিসেবে পরিচিতি পেয়ে গেলেন। নতুন অধ্যায়ের রুপকার হিসেবে ছেলেটি সারা বিশ্ব জয় করে ফেললেন গলফকোর্সে এই সন্মান ছেলেটিকে আলাদা পরিচয় দিল। ফুটবলার থেকে এই স্বপ্নের গলফার ছেলেটির নাম রোরিম্যাকিলরয়। ব্রিটিশ ওপেন গলফে চ্যাম্পিয়ন তিনি বিস্ময় । ম্যাকিলরয় গলফার হলেও, মনে প্রাণে ফুটবলার বলেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থক হয়ে এখনও চিৎকার করেন। ফুটবলের উত্তেজনায় এখনও হারিয়ে যান ম্যাকিলরয়।  সৌজন্যঃ দৈনিক স্টেটসম্যান

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট