আক্ষেপ নেই দোয়েলের


বুধবার,১১/০২/২০১৫
665

পূর্ণেন্দু চক্রবর্তীঃ দোয়েল দে। একাদশ শ্রেনির ছাত্রী। জাতীয় বিলিয়ার্ড ও স্নুকারে চ্যাম্পিয়ন দোয়েল। হাসিভরা মুখ। সাংবাদিকরা প্রশ্ন করলেন, তুমি যে খেলাটায় চ্যাম্পিয়ন, সেই খেলার কদর বাংলায় নেই। প্রচার নেই। তার বেলায় ? দোয়েল মিষ্টি মুখে উত্তর দিতে কোনওরকম দ্বিধায় পড়ল না। চটপট প্রতিক্রিয়া – আমার লক্ষ্য সামনের দিকটা প্রত্যক্ষ করা। পারফরমেন্স কথা বললে প্রচারের দিকে তাকানোর প্রয়োজন আছে কি ! আপেক্ষ নয় – আত্নবিশ্বাস নিজের মনকে দৃঢ় করে। এগিয়ে নিয়ে যাওয়ার পথকে সরল করে। সৌজন্যঃ দৈনিক স্টেটসম্যান

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট