বামাখ্যাপার আবির্ভাব তিথি


বৃহস্পতিবার,২৬/০২/২০১৫
746

খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ সাধক বামাখ্যাপার ১৭৮ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে তিন দিনের উৎসবের সূচনা হলো ১৭ ফেব্রুয়ারী জন্মভিটে রামপুরহাটের আটলা গ্রামে। গ্রামসূত্রে জানা যায়, সাধক বামাখ্যাপাকে নিয়ে তাঁর জন্মভিটে আটলা গ্রামে সেই অর্থে তেমন কোনও আলোচনা হতো না। বাংলা ১৩৬২ সালে আটলা গ্রামের মানুষজনেরা ‘ বামাখ্যাপা স্মৃতিরক্ষা সমিতি ‘ গঠন করে তাঁর আবির্ভাব তিথি পালন শুরু করেন। চণ্ডীপাঠ, বামাখ্যাপার জীবনী নিয়ে আলোচনা – সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, বাংলা ১২৪৪ সালের ১২ ফাল্গুন শিবচতুর্দশীর ভোররাতে জন্মগ্রহণ করেন বামাখ্যাপা। সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং রাজকুমারীদেবীর চার মেয়ে দুই ছেলের মধ্যে মেজো ছেলে বামাখ্যাপা। ভাই রামচরণ বিয়ে করলেও বামা সংসার ধর্মের দিকে যায়নি। তিনি তারাপীঠ শ্নাশানে সাধনা করে মা তারার দেখা পেয়েছিলেন। সেই থেকে তিনি তারাপীঠেই থেকে যান। বামাখ্যাপার বিভিন্ন অলৌকিক বিভিন্ন কাহিনী আজও ছড়িয়ে রয়েছে আটলা, তারাপীঠ ও মলুটি গ্রামে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট