খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ গত বছর ২০১৪ সালে সিউড়ী সংশোধনাগার থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীণ হয়েছিল সাজাপ্রাপ্ত সাতজন কয়েদী। এবারও সিউড়ী সংশোধনাগারে বসে মাধ্যমিক দিচ্ছে যাবজ্জীবন দুই কয়েদী। এদের মধ্যে একজন ভীম বাগ্দীর বয়স ২৫ বছর। আর অপর জন কঙ্কা হাঁসদার বয়স ২৭ বছর। ভীম বাগ্দীর বাড়ী মম্মদবাজার থানার আঙ্গারগড়িয়া গ্রামে। পাঁচ বছর ধরে একটি খুনের মামলায় সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। অপর জন কঙ্কা হাঁসদার বাড়ী নানুর থানার এলাকায়। সাত বছর ধরে সেও একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছে। এঁরা দু’জনেই কারা কতৃপক্ষের কাছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আবেদন করায়, কারা কতৃপক্ষ তাঁদের পড়াশোনা করার ও মাধ্যমিক পরীক্ষায় বসার সমস্ত ব্যবস্থা করে দিয়েছে বলে সিউড়ীর জেলা সংশোধনাগারের সুপারিটেন্ডেন্ট সরোজ ঘোষ জানিয়েছেন ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে
সোমবার,০২/০৩/২০১৫
485
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: