বৌদির সাথে অবৈধ সম্পর্কে স্ত্রী খুন


সোমবার,০৯/০৩/২০১৫
927

খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ বিয়ের মাত্র ন’মাসের মাথায় এক গৃহবধূর মুখে বিষ ঢেলে তাঁকে মেরে ফেলার অভিযোগ উঠলো স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। মৃতার নাম শাহনুর বেগম। বয়স মাত্র বাইশ বছর। ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানায় হাজিপুর গ্রামে। হাজিপুর গ্রামের মাঠপাড়ার রাইহান মল্লিকের সাথে ওই গ্রামের উত্তরপাড়ার মেয়ে শাহনুরের বিয়ে হয় ন’মাস আগে। স্বামী-সংসারের স্বপ্ন নিয়ে শাহনুর শ্বশুরবাড়ি গিয়ে জানতে পারেন, তাঁর স্বামীর সাথে বৌদির অবৈধ সম্পর্কের কথা। তা নিয়ে নববধূর সাথে স্বামীর মনোমালিন্য শুরু হয়ে যায়। কিছুদিন আগে শাহনুর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ীতে চলে আসে। নিজেকে সংশোধনের কথা বলে তাঁর স্বামী তাঁকে পুনরায় নিজের বাড়ীতে নিয়ে যায়। শাহনুরের মা শেরিনা বিবির অভিযোগ, রাতে মেয়ে তাঁর স্বামী ও বৌদিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় তাঁদের মধ্যে বচসা বেধে যায়। পরদিন সকাল পর্যন্ত গড়ায় সেই গণ্ডগোল। আর তখনই শাহনুরের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনেরা সমগ্র বিষয়টি ধামাচাপা দিতে, বলপূর্বক শাহনুরের মুখে বাড়িতে রাখা কীটনাশক বিষ ঢেলে দেয়। তাঁদের বাড়িতে শাহনুর অসুস্থ বলে খবর দেওয়া হয়। তাঁরা সেখানে গিয়ে দেখেন, মেয়ের মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছে। মেয়েকে তাঁরা হাসপাতালে নিয়ে যেতে চাইলে বাধা দেওয়া হয়। পরে তাঁদের পরিবারের অন্য লোকজনেরা গিয়ে শাহনুরকে একটি গাড়ী করে রামপুরহাট নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে ময়ূরেশ্বর থানায় শাহনুরের স্বামী-সহ শ্বশুরবাড়ির অন্যান্যদের নামে মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলার লিখিত অভিযোগ দায়ের করার পর থেকেই তাঁরা ফেরার বলে জানা গিয়েছে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট