দুই শিশুকন্যাকে ধর্ষণ


শনিবার,১৪/০৩/২০১৫
757

খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ পাঁচ বছরের দুই আদিবাসী শিশুকন্যাকে সাইকেলে চাপিয়ে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে তাদের ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার পাথর শিল্পাঞ্চল এলাকায়। ১৯ ফেব্রুয়ারী ওই ঘটনাটি ঘটলেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় ৪ মার্চ। এই বিলম্বের কারণ সম্পর্কে বলতে গিয়ে ওই দুই শিশুকন্যার বাবাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি বাড়ির মহিলারা প্রথমে বাড়ির পুরুষ মানুষদের জানায়নি। পরে শিশুকন্যা দু’টি অসুস্থবোধ করায় তাদের বিষয়টি জানানো হয়। এরপরই আদিবাসী সমাজের রীতি মেনে তারা বিষয়টি তাদের সমাজের মোড়লকে ( মাঝি হারাম ) জানায়। আদিবাসী সমাজের সালিশি সভায় দুই শিশুকন্যার ডাক্তারি পরীক্ষা করার পরে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। সেইমত দুই শিশুকন্যাকে রামপুরহাট মহকুমা হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে হাসপাতাল থেকে বলা হয়, পুলিশে অভিযোগ না জানানো হলে হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা সম্ভব নয়। এরপরই এক আইনজীবীর মাধ্যমে অভিযোগপত্র লিখিয়ে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই দুই শিশুকন্যাকে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে তাদের ডাক্তারি পরীক্ষা করায়। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্ত যুবক বেপাত্তা। পুলিশ এব্যাপারে তদন্ত শুরু করেছে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট