পূর্ণেন্দু চক্রবর্তীঃ অসাধারণ। একটা মহৎ কাজ। সবাইকে ছাপিয়ে যেতে পারে। মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে সবসময় মেডিকা সুপার কেয়ার হাসপাতাল। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সমাজকে আরও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস। দুঃস্থ ও গরিব মানুষদের জন্য শুধু নয়। এবারে সাংবাদিকদের জন্য বৃহৎ একটা প্রয়াসের নাম ‘ মেডিকার আপনজন ‘। প্রথম বছরে তিন সাংবাদিকদের হাতে আজীবন একটা হেলথ কার্ড এবং নগদ ২৫ হাজার টাকা তুলে দিলেন মেডিকার কর্মকর্তারা। গাল ভরা হাসিতে নতুন অধ্যায় খুঁজে পেলেন ক্রীড়া সাংবাদিক চিত্তরঞ্জন বিশ্বাস। যিনি চিরঞ্জীব বলে সবার কাছে পরিচিত। সম্মানিত হলেন স্টেটসম্যান পত্রিকার প্রাক্তন সাংবাদিক শশী মুখাজি ও প্রবীণ চিত্র সাংবাদিক মনোজিৎ চন্দ। সত্যি, এঁরা প্রত্যেকের মেডিকার আপনজন। সৌজন্যঃ দৈনিক স্টেটসম্যান।
সাংবাদিকদের পাশে
বুধবার,০১/০৪/২০১৫
508
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: