খবরইন্ডিয়াঅনলাইনঃ একজন গায়িকা বাংলাদেশ ও ভারতবর্ষে নামকরা গায়িকা হলেন রুণা লায়লা। আধুনিক, চলচ্চিত্র ও পপ সঙ্গীতের জন্য তিনি বিখ্যাত। তিনি বাংলাদেশ ও বাইরে দেশের প্রচুর গান গেয়েছেন। গজল গায়িকা হিসাবে বেশ পরিচিত এই কণ্ঠশিল্পি। দেখতে দেখতে সঙ্গীত জীবনে ৫০ বছর পূর্ণ করলেন। সেই কারণে চলতি মাসে বাংলাদেশের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রের হল অব ফেইমে ‘ গোল্ডেন জুবিলি সেলিব্রেশন অব রুণা লায়লা ‘ অনুষ্ঠানটি হবে। শিল্পির সারাজীবনের মন মাতানো ওনার প্রিয় গানগুলি শ্রোতাদের শোনাবেন। তাছাড়া এই অনুষ্ঠানে ভারত, পাকিস্তান প্রভৃতি দেশ থেকে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।