মোল্লা জসিমউদ্দিন, বর্ধমানঃ কিছুদিন আগে দুপুরে পূর্বস্থলী থানায় স্ত্রী -কে অপহরণের অভিযোগ তুলে শ্বাশুরী শিখা কিসকুর বিরুদ্ধে নালিশ জানালেন পারুলিয়া গ্রামের বাসিন্দা কেশব মণ্ডল। অভিযোগ শুক্রবার রাত আটটার দিকে ফোন করে পারুলিয়া যাবার জন্য ডাকে শ্বাশুরী। সে সময় তার স্ত্রী তাপসী কিসকু কে একটি মারুতি ভ্যান -এ জোর করে তুলে নিয়ে যায়, এবং সেই সাথে কেশব মণ্ডল কে ব্যাপক মারধোর করে একদল অপরিচিত যুবক। প্রসঙ্গত বছর দুই পূর্বে বাড়ীর অমতে পারুলিয়া সংলগ্ন কুবাচপুর গ্রামের বাসিন্দা শিখা কিসকুর মেয়েকে বিবাহ করে কেশব। প্রায় অশান্তি হত দুই পরিবারে। পূর্বস্থলীর থানা সূত্রে জানা গেছে – অভিযোগ অনুযায়ী তদন্ত শুরু হয়েছে।
স্ত্রীকে অপহরণের নালিশ শ্বাশুরীর বিরুদ্ধে
রবিবার,১৯/০৪/২০১৫
417
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: