সত্যজিৎ চক্রবর্তীঃ রবীন্দ্র সঙ্গীতের দশটি গান -এর এ্যালবাম ” আপন আলো ” প্রকাশিত হল। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন গোলরক্ষক ভুবন চট্টোপাধ্যায়, এই সিডি’র গায়ক তিনি নিজে ও সাথে আছেন শিবাজি চট্টোপাধ্যায়। এছাড়াও এই সিডি’র সাথে যুক্ত দেবাশিষ মুখোপাধ্যায় ও অতনু ভট্টাচায্য। সিডি’র পরিচালক কাকলী চট্টোপাধ্যায় ও ভুবন চট্টোপাধ্যায়। যন্ত্র সঙ্গীতে অপূর্ব ভট্টাচায্য, বলাকা। সঙ্গীত সহযোগিতায় আছেন ভবানীপুর ক্লাব। ” অন্য ভুবন ও সমন্বয় “।
এ্যালবাম ” আপন আলো ” প্রকাশিত হল।
রবিবার,২৬/০৪/২০১৫
750