বর্ধমানে ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষীদের জন্য ১৪ কোটি


সোমবার,০৪/০৫/২০১৫
559

কবিরুল ইসলাম, কাটোয়া, বর্ধমানঃ চলতি মাসে কালবৈশাখী ঝড়ে এবং শিলা বৃষ্টিতে গ্রামীণ বর্ধমানের দশটি ব্লকে বোরো ধান চাষে ব্যাপক ক্ষতি হয়। গত ১, ৪, ৭ এবং ২১ এপ্রিল বর্ধমান জেলায় বিস্তীণ অঞ্চল গুলিতে প্রাকতিক দুর্যোগ ঘটে। জেলা কৃষি দপ্তরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ২৭ হাজার হেক্টরের কিছু বেশি জমিতে ফসল নষ্ট হয়েছে। ৯৫৫২ হেক্টর জমিতে ১০০ শতাংশ , ১০,৬০০ হেক্টর জমিতে ৩০ শতাংশর বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আম ফলনের বাধা প্রাপ্ত হয়েছে কালবৈশাখীর ঝড় এবং শিলাবৃষ্টিতে। বর্ধমান জেলার আউসগ্রাম ১ ও ২ , গলসীর ১ ও ২, ভাতার, বর্ধমান মেমারী ১, রায়না ১, কাটোয়া ২ এবং মঙ্গলকোট ব্লকে ক্ষতিগ্রস্ত চাষীর সংখ্যা বেশি। গত মঙ্গলবার সন্ধের দিকে বর্ধমান -২ এবং মেমারী -২ ব্লকের প্রায় পনেরো অঞ্চলে ঝড় এবং শিলাবৃষ্টিতে বোরো ধান চাষে ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিদপ্তর ক্ষতিগ্রস্ত মৌজা গুলি চিহৃত করেছে। সেই অনুযায়ী চাষীদের তালিকা তৈরী হবে। রাজ্য সরকার ষ্টেট ভিজার ষ্টার রেসপনস ফাণ্ড হতে ১৪ কোটি টাকা বরাদ্ধ করেছে। এই তহবিলের টাকা বর্ধমানে ক্ষতিগ্রস্ত চাষীদের দেওয়া হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট