কবিরুল ইসলাম, কাটোয়া, বর্ধমানঃ বর্ধমান পুরসভার ফলাফল প্রমানিত হয়েছে যে, একদা বামদূগ বর্ধমানে সিপিএম অক্সিজেন পেয়েছে ক্ষমতার প্রত্যাবর্তনে। চারটি পুরসভার মধ্যে দাইহাটে এককভাবে সিপিএম ক্ষমতায় এসেছে। কালনা ও মেমারী পুরসভায় বিরোধী দল হিসাবে উঠে এসেছে। তবে কাটোয়ায় খাতা খুলতে পারেনি তারা। বর্ধমান জেলার এই চারটি পুরসভার ৬৮ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেয়েছে ৩৬ টি, সিপিএম ১৭ টি, কংগ্রেস ১২ টি, নির্দল ২ টি এবং বিজেপি মাত্র ১ টি ( দাইহাট ) ওয়ার্ড জিতেছে। তাহলে দেখা যাচ্ছে বর্ধমান পুরসভার সাম্প্রতিক নির্বাচনে পঞ্চাশ শতাংশের কিছুটা কম পেয়েছে তৃণমূল। সিপিএম প্রায় ত্রিশ শতাংশের মত। দাইহাটে ১৪ টি ওয়ার্ডের মধ্যে সিপিএম ৯ টি পেয়ে ক্ষমতা পায়। কালনাতে ১৮ টি ওয়ার্ডের মধ্যে সিপিএম ৬ টি পেয়ে বিরোধী দলনেতা পদ পাচ্ছে। মেমারীতে ১৬ টির মধ্যে সিপিএম ২ টি পেয়ে বিরোধী দল হিসাবে উঠে এসেছে। যদিও এখানে নির্দলরা ২ টি পেয়েছে। জানা গেছে নির্দলরা তৃণমূলের মূল স্রোতে ফিরবে বোর্ড গঠনের সময়। কাটোয়াতে সিপিএম কোন আসন না পেলেও ভোট পেয়েছে ভালোই। গত ২০১১ সালে বিধানসভা নির্বাচনে সময় তুমুল পরিবর্তনের হাওয়ার মধ্যেই বামফ্রন্ট ২৫ টি মধ্যে ৯ টি পেয়েছিল। চলতি পুর নির্বাচনে দক্ষিণবঙ্গের মধ্যে একমাত্র বর্ধমানেই সিপিএম সাফল্য পেয়েছে। চারটি পুরসভার মধ্যে একটিতে ক্ষমতায়, দু’টিতে বিরোধী দল হিসাবে উত্তরণ ঘটেছে। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কে বেগ দেবে সিপিএম। বিজেপি যে নয়, তা প্রমাণ হল এই পুরভোটে।
বর্ধমান পুরভোটে সিপিএম’র সাফল্য
মঙ্গলবার,০৫/০৫/২০১৫
511
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: