খবরইন্ডিয়াঅনলাইনঃ দাদার পর এবার গ্ল্যামওয়ার্ল্ডে পা রাখছেন ইশান কাপুর। চিনতে পারছেন না তো কে এই ইশান? কেই বা তাঁর দাদা? আরে একটু আস্তে, ইশান কাপুর শাহিদের ছোট ভাই। হ্যাঁ! সিনেদুনিয়ায় অভিষেক হল ইশানের। ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে বাজি মারবে এই দুই কাপুর ব্রাদার্স।
না তবে পর্দায় নয়। ক্যামেরার পিছনে কাজ করবেন ইশান। পরিচালক অভিষেক চৌবের সহকারী পরিচালক হিসাবে এই ছবিতে কাজ করতে দেখা যাবে ইশানকে। তবে দাদার পথ অনুসরণ না করে হঠাৎ পরিচালক কেন? এই প্রশ্নের উত্তরে ইশান জানান, “ছোট বেলা থেকে আমার ক্যামেরার পিছনে দুনিয়ার প্রতি আলাদা একটা টান অনুভব করি”।
এই ছবিতেই একসঙ্গে কামব্যাক করছেন শাহিদ ও কারিনা কাপুর। যদিও শাহিদের বিপরীতে নয় এই ছবিতে আলিয়াকে দেখা যাবে নায়িকার ভূমিকায়। তবুও নায়িকা না হোক এত বছর পর একসঙ্গে স্ক্রিস স্পেস ভাগ করে নিচ্ছেন এটাই কম কিসের। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে তবে এখনও মুক্তির দিন ঠিক হয়নি।
এদিকে শোনা যাচ্ছে চলতি বছরের মাঝে দিল্লি কলেজ ছাত্রী মীরা রাজপুতকে বিয়ে করতে চলেছেন শহীদ.
Auto Amazon Links: No products found.