SBI স্ন্যাপডিল চুক্তি হল


শুক্রবার,২২/০৫/২০১৫
713

খবরইন্ডিয়াঅনলাইনঃ     SBI স্ন্যাপডিল গ্রাহগদের জন্য  ছোট ও মাঝারি শিল্পের পাশাপাশি বড় শিল্পের ব্যাসায়ীরা এবার সহজেই আর্থিক সহযোগিতার পাশাপাশি নিজেদের তৈরি যেকোনও প্রোডাক্ট বিক্রির জন্য এই অনলাইন সংস্থাকে ব্যাপবহার করতে পারবে। তবে সেক্ষেত্রে অবশ্য ক্রেডিট ও ডেবিট কার্ডের আওতায় থাকতে হবে SBI গ্রাহকদের। প্রযুক্তি নির্ভর বানিজ্য ক্রমশই ছড়িয়ে পড়ছে মানুষের হাতের মুঠোয়। বর্তমানে অন্তর্দেশীয় বানিজ্যের জন্য ই-প্রযুক্তি ব্যাবহার করে বানিজ্যিক সুবিধা পাবে SBI গ্রাহকরা।

এদিন কলকাতার পাঁচতারা হোটেলে মৌ-চুক্তি সাক্ষরিত হল এই দুটি অনলাইন সংস্থার সাথে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SBI এর চেয়ারম্যান অরুন্ধুতি ভট্টাচার্য ও ম্যানেজিং ডিরেক্টর বি. শ্রিরাম। এছাড়াও স্ন্যাপডিলের সি.ও কুলান বেল ও পেপালের ম্যানেজিং ডিরেক্টর বিক্রম নারায়ণ। বর্তমানে দুশোতিনটিরও দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যাবসায়িদের সঙ্গে যুক্ত রয়েছে পেপাল। শুধুমাত্র অনলাইনে কেনাবেচাই নয়, অল্প সুদের হারে SBI গ্রহকরা বিভিন্ন ক্ষেত্রে ঋনের সুবিধা পাবে এই সংস্থার কাছ থেকে। প্রকল্পকে আরও একধাপ এগিয়ে দিল এই চুক্তি এমনটাই মনে করছে বানিজ্যিক মহল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট