বিকাশ সাহাঃ মাধ্যমিকে অকৃতকার্য হওয়ার কারণে আত্মহননের পথ বেছে নিল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের এক ছাত্রী। হেমতাবাদ ব্লকের অন্তর্গত সমসপুরের বাসিন্দা পেশায় কৃষক গিরিজা নাথ সরকারের কন্যা জয়ন্তী সরকার দেহুচি হাই স্কুলের ছাত্রী ছিল। মৃতার পড়িবার সুত্রে জানাযায়, শুক্রবার মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে সে। এই খবর শোনার পর থেকেই জয়ন্তী কারও সাথে ঠিকমত কথা বলছিল না। বেশ কয়েক ঘণ্টা ধরে ঘরের দরজা বন্ধ করে বসে ছিল জয়ন্তী। অনেক ডাকাকাকি করার পরেও ঘরের ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকেরা ঘরের দরজা ভাঙ্গে। নিজের ঘরেই জয়ন্তীর গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ পড়িবারের লোকজনের নজরে আসে। খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এদিন শনিবার রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়।
Auto Amazon Links: No products found.