খবরইন্ডিয়াঅনলাইনঃ শাসক দলের কেও কোনও অন্যায় করলে সেটা ঘনিষ্ঠদের কোনও অপরাধই অপরাধ নয়। ফের একবার তা প্রমাণের চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ফের একবার তাঁর ‘ছোটো’ ঘটনার তালিকায় যুক্ত করলেন মেয়রের ভাইঝির ঘটনাকেও। এদিন বিধানসভায় দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। প্রত্যাশামতোই মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভাইঝির পাশেই দাঁড়ান মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে এই ঘটনা নিয়ে বলেন, “বাচ্চা মেয়েদের ঘটনা ঘটেছে। তাই নিয়ে হইচই হচ্ছে। রাস্তায় বের হলে পুলিসের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে।” শুধু এখানেই থেমে না থেকে মুখ্যমন্ত্রী উল্টে পুলিশের উপর দোষারোপের ঢংয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করে জানান, ” পুলিস কেন লাইসেন্স কেড়ে নেবে?” ঘটনা হল, গত ২২ মে রাতে টালিগঞ্জের কাছে রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও একইসঙ্গে পুলিশ নিগ্রহের ঘটনায় নাম জড়িয়ে যায় কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভাইঝি দেবপ্রিয়া চট্টোপাধ্যায়ের। যে ট্রাফিক কনস্টেবলকে নিগ্রহ করা হয়, উল্টে তাঁকেই লম্বা ছুটিয়ে পাঠিয়ে বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কলকাতা পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা হলেও এখনও পর্যন্ত গ্রেফতার তো দূরস্থান.
কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভাইঝিকে মুখ্যমন্ত্রী বলেন বাচ্চা – মেয়ে !
মঙ্গলবার,২৬/০৫/২০১৫
689