খবরইন্ডিয়াঅনলাইনঃ হাত থেকে ছিটকে যাওয়া ব্যাটের আঘাতে মৃত্যু হয়েছে শশাঙ্ক মান্না (৫৮) নামে এক ব্যক্তি।ব্যাটটি সরাসরি তার বুকে লাগে।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার অনন্তপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে গ্রামের মাঠে অন্য দিনের মতই ক্রিকেট খেলছিল ছেলেরা। মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শশাঙ্কবাবু। হঠাত্ই একজনের হাত থেকে ব্যাট ছিটকে গিয়ে শশাঙ্কবাবুর বুকে লাগে। আঘাত লেগে তাঁর নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। ভগবানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে শশাঙ্কবাবুকে মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা। ঘটনায় এলাকায় শোকের ছায়া।
Auto Amazon Links: No products found.