সব তর্ক বিতর্কে জল ঢেলে কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌরপতির দায়িত্ব তুলে দেওয়া হয় কার্ত্তিক পালের হাতে


শুক্রবার,২৯/০৫/২০১৫
630

 বিকাশ সাহাঃ    শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌরপতির দায়িত্বভার তুলে দেওয়া হল ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কার্ত্তিক পালের হাতে। উল্লেখ্য কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচনে কংগ্রেস ১৫ টি আসন পায় একটি করে আসন পায় সি পি আই এম ও বিজেপি। ১৭ টি ওয়ার্ড বিশিষ্ট কালিয়াগঞ্জ পৌরসভায় গত ২২ শে মে পৌর বোর্ড গঠিত হয়। সেখানে পঞ্চম বারের জন্য পৌরপতি হিসেবে শপত গ্রহণ করেন অরুন দে সরকার। উপ পৌরপতি কে হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই কালিয়াগঞ্জের বিভিন্ন মহলে নানা চর্চা চলছিল। কারণ পূর্বে উপ পৌরপতির দায়িত্বভার সামলেছিলেন কংগ্রেসের বর্ষীয়ান কাউন্সিলার বসন্ত রায়। এদিকে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কার্ত্তিক পাল প্রথমবার নির্বাচনে জয়লাভ করেছে। নির্বাচনের জেতার পরথেকেই কার্ত্তিক পাল উপ পৌরপতি হওয়ার সম্ভাবনা জোরাল হয়। এদিন সব তর্ক বিতর্কে জল ঢেলে কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌরপতির দায়িত্ব তুলে দেওয়া হয় কার্ত্তিক পালের হাতে। তাঁকে শপত বাক্য পাঠ করান পৌরপতি অরুন দে সরকার। এছাড়াও এদিন অন্যান্য কাউন্সিলারের হাতে বিভিন্ন দায়িত্বভার তুলে দেওয়া হয়। উপ পৌরপতিকে ফুলের তোরা দিয়ে সম্বর্ধনা দেন পৌরপতি অরুন দে সরকার, পুর নির্বাহী আধিকারিক জনাদ্ধন বর্মণ ও সিপিআইএমের কাউন্সিলার গনেন্দ্র শঙ্কর মজুমদার। উপ পৌরপতি কে হবে তা দেখতে কালিয়াগঞ্জ পৌরসভা চত্বরে ভিড় জমান অসংখ্য কংগ্রেস কর্মী থেকে সাধারণ মানুষ। উপ পৌরপতির ঘোষণা হওয়ার পরথেকেই ৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেস কর্মীরা উৎসবে মেতে ওঠেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট