খবরইন্ডিয়াঅনলাইনঃ ছেলেকে খুন করার অপরাধে ১৮ বছরের জন্য কারাবাস হল মায়ের। ”পৃথিবীতে সব থেকে বেশি জুডকেই আমি ভালবাসতাম। আমি বিশ্বাস করি অবিশ্বাস্য অন্তর্বেদনা নিয়ে জুড বেঁচে ছিল। মৃত্যুই ওর পক্ষে শ্রেষ্ঠ ছিল।” এভাবেই নিজের জবান বন্দীতে ছেলেকে খুনের পিছনের কারন ব্যখ্যা করেন তিনি। ২০১০ সালে নিউ ইয়র্কের এই পরিচির সোশ্যালাইট ম্যানহ্যাটনের এইটি বিলাসবহুল হোটেলের ঘরে ক্রাশার ও সিরিঞ্জ দিয়ে নিজের ৮ বছরের শিশুপুত্রকে ওষুধে ওভার ডোজ দিয়ে হত্যা করেন জিজি জর্ডন। জর্ডনের আইনজীবী আদালতে দাবি করেছিলেন তাঁর পুত্র জুড মিরাকে যৌন নির্যাতন করত জুডের নিজেরই বাবা। সেই অত্যাচারের হাত থেকে ছেলেকে বাঁচাতে তাঁকে খুন করতে ‘বাধ্য’ হয়েছেন জিজি।
Auto Amazon Links: No products found.