খবরইন্ডিয়াঅনলাইনঃ রাতে বজবজ লোকালে ছিনতাইয়ের ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। রেলের যাত্রী পরিষেবা সপ্তাহ চলছে। যাত্রী স্বাচ্ছন্দ্য খতিয়ে দেখতে ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াচ্ছেন রেলের উচ্চপদস্থ কর্তারা । তার মধ্যেই এই ঘটনা ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়েদিল রেল কর্তৃপক্ষকে। চলন্ত ট্রেনে ফের দুষ্কৃতী হামলা। গতকাল রাত নটা নাগাদ ডাউন বজবজ লোকালে লেডিজ কামরায় উঠে এক মহিলার থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে অন্য এক মহিলাযাত্রীর থেকে গয়না ছিনতাই করে দুজন ছিনতাইবাজ। অভিযোগ মারধর করা হয় মহিলাদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিয়ালদহ থেকে ট্রেন ছাড়তেই চলন্ত ট্রেনের মহিলা কামরায় উঠে পড়ে দুই যুবক। এরপরই অপারেশন শেষ করে পার্ক সার্কাস স্টেশনে ট্রেন ঢোকার মুখেই তারা লাফিয়ে নেমে যায়। প্রতিদিনের মতো গতকালও শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনের মহিলা কামরায় কোনও নিরাপত্তারক্ষীই ওঠেননি এমনকি চেন টানার পরও ট্রেন দাঁড়ায়নি।
আবার ট্রেনে দুষ্কৃতী হামলা রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
রবিবার,৩১/০৫/২০১৫
564