তিনটি কন্যা শিশু হওয়ার জন্য নৃশংস খুন !


রবিবার,৩১/০৫/২০১৫
573

খবরইন্ডিয়াঅনলাইনঃ   কান্দি থানার ভবানিপুর এলাকায় ঘরের ভেতর থেকে তিনকন্যা সহ মায়ের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার। রবিবার সকালে এলাকাবাসী পোড়া গন্ধ পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে চারজনের মৃতদেহ উদ্ধার করে।মৃতের নাম নাফিজা বিবি (২২) তার তিন কন্যা সন্তান আমিনা খাতুন(৫),মাসিদা খাতুন(৩), তুহিনা খতুন(১০ মাস)। স্বামী উস্তাফ আলি পেশায় দিন মজুর সে সৌদি আরব থেকে গত একবছর আগে দেশে ফিরেছে, এবং এদের আদি বাড়ি কান্দির হিজোল গ্রামে সেখান থেকে মাস খানেক আগে তারা ভবানিপুরে এসে বসবাস শুরু করে। গতকাল রাতে স্বামী উস্তাফ আলি বাড়িতে ছিল না। সে হিজোলে বাঁশ কাটতে গেছিল বলে দাবী করছে। স্ত্রী ও সন্তানের মৃত্যু সংবাদ পেয়ে সে বাড়িতে আসে।পুলিশে খবর দেওয়া হলে কান্দি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ স্বামী উস্তাফ আলিকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে।এই বাড়িতে কোন বিদ্যুৎ সংযোগ না থাকায় শর্টসার্কিটের কারনে আগুন তা বলা যাচ্ছে না তবে মৃত্যুর পিছনে কি কারন রয়েছে তা খতিয়ে দখছে পুলিশ। পর পর তিন কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্যই কি এই খুন তাও তদন্ত করছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট