উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাহারাল এলাকায় উদ্ধার হল বালিবোড়া সাপ


শনিবার,০৬/০৬/২০১৫
747

 বিকাশ সাহাঃ   উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাহারাল এলাকায় উদ্ধার হল বালিবোড়া সাপ। এদিন শনিবার সকালে হেমতাবাদ ব্লকের বাহারাল এলাকার বাসিন্দা ভুদেব বর্মণ জমিতে চাষ করার সময় দুই ফিট লম্বা এই সাপটিকে দেখতে পান। সাপটির দুই দিকে মুখ রয়েছে, এমন গুজব ছড়িয়ে পড়লে সাপটিকে দেখতে জমির আসেপাশে প্রচুর লোকসমাগম হয়, সেই সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই এলাকায়। খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালস নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনকে। পিপলস ফর অ্যানিম্যালসের সদস্যরা এসে সাপটিকে শনাক্ত করার পাশাপাশি উদ্ধার করে রায়গঞ্জ কুলিক ফরেস্টে নিয়ে যায়। তাঁরা জানায় এই সাপটির নাম বালিবোড়া। সাপটির এক দিকেই মুখ। বালিবোড়া সাপ সাধারনত বালি ও মাটির মধ্যেই থাকে।
জেলা বনাধিকারিক দ্বীপর্ণ দত্ত বলেন, কুলিক ফরেস্টে সাপটিকে অব্জারভেশনে রাখা হয়েছে। কুলিক ফরেস্টের পরিবেশের সঙ্গে সাপটি যদি মানিয়ে নিতে পারে তাহলে সাপটিকে কুলিক ফরেস্টেই রাখা হবে। আর তা না হলে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট