৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন হল পার্থ -দের জন্য


শুক্রবার,১২/০৬/২০১৫
518

খবরইন্ডিয়াঅনলাইনঃ     বাড়িতে কেও নেই      বাবাও আর নেই তাই দে বাড়ির একমাত্র জীবিত সদস্যের ঠাই হয়েছে পাভলভ হাসপাতালে। হাসপাতালের তিন তলার একটি ঘরে তাকে একা রাখা হয়েছে। হাসপাতালে থাকলেও পার্থ ছিল অন্য জগতেই। এদিন ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে পার্থর চিকিৎসার জন্য।তার মধ্যে তিন জন মনোবীদ রয়েছেন। দীর্ঘদিন মৃতদেহের সাথে বসবাস করার ফলে তার গোটা শরীরে চামড়ায় রোগ ধরা পরেছে।এদিন তাকে মেডিসিনের ডাক্তার এসেও পরীক্ষা করেন। আজ পার্থ দে কে দেখতে যান তিন মনোরোগ বিশেষজ্ঞ।স্নায়ুর বিভিন্ন পরীক্ষাও এদিন তার হয়। শুক্রবার সকালে ব্রেকফাস্টে কলা,ডিম,রুটি খেয়েছেন তিনি। পার্থ দে জানিয়েছেন মনোরোগীদের সঙ্গে তিনি থাকবেন না। তাঁকে যেন মাদার হাউসে নিয়ে যাওয়া হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট